নেত্রকোনায় ফারমার্স ব্যাংকের শাখার উদ্বোধন
নেত্রকোনা জেলা শহরের সাতপাই কলেজ রোডে দি ফারমার্স ব্যাংক লিমিটেডের ৩০তম শাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে শাখার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।
এ সময় ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী (বাবুল চিশতী), ভাইস চেয়ারম্যান ড. আতহার উদ্দিন, দি ফারমার্স ব্যাংকের শাখা ব্যবস্থাপক আব্দুল মান্নান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নূরুল আমিন, প্রবাসী ভানু রায়সহ জেলা শহরের গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
ব্যাংকের নির্বাহী চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী বলেন, অত্যাধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবস্থায় সঞ্চয়ী মনোভাব গড়ে ব্যাংকটি গ্রাহকদের সেবা দিবে। সোনার বাংলাদেশ গড়তে ব্যাংকের সেবা একীভূত করে কৃষি, শিল্প, বাণিজ্য, শিক্ষা খাতে ঋণ সুবিধা দিবে গ্রাহকদের।