ঢাবি সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী ১৭ এপ্রিল
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী ১৭ এপ্রিল ঢাবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। এতে ঢাবি উপাচার্য ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
পুনর্মিলনীতে অংশগ্রহণের জন্য সদস্য, তাঁর স্বামী/স্ত্রী, শিশু ও বিভাগের বর্তমান শিক্ষার্থী প্রত্যেকের ৩০০ টাকা হারে চাঁদা নির্ধারণ করা হয়েছে।
নিবন্ধনের জন্য আনোয়ারুল আজিম (০১৭১২৭৯৯২১৪), অসীম কুমার দাশ (০১১৯৬০২৮৬২৪) ও রেজাউল হাসান আখন্দের (০১৮১১২৫৮৭৮৭) সঙ্গে ১০ এপ্রিলের মধ্যে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
উল্লিখিত অনুষ্ঠানে কোনো অতিথির অংশগ্রহণের অনুমতি নেই।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনে নতুন সদস্য অন্তর্ভুক্তির প্রক্রিয়াও চলছে। এ ক্ষেত্রে আগ্রহীদের উল্লিখিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।