উপায় অ্যাপে বিল পরিশোধ করতে পারবেন বিপিডিবির প্রি-পেইড গ্রাহক
এখন থেকে উপায় অ্যাপের মাধ্যমে বাংলাদেশ পাওয়ার ডেভালপমেন্ট বোর্ডের (বিপিডিবি) প্রি-পেইড গ্রাহকরা বিল পরিশোধ করতে পারবেন। চলতি মাসেই সেবাটি চালু করা হবে। সম্প্রতি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান উপায় এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বিপিডিবি।
জানা গেছে, উপায়’র চিফ কমার্শিয়াল অফিসার জিয়াউর রহমান এবং বিপিডিবির প্রি-পেইড মিটারিং সিস্টেম পরিদপ্তরের পরিচালক মৃগাঙ্ক মোহন পাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তি স্বাক্ষর করেন। উপায় ও বিপিডিবির মধ্যে প্রয়োজনীয় কারিগরি সংযোগ স্থাপন শেষে চলতি মাসেই এই সেবা চালু হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাওয়ার ডেভালপমেন্ট বোর্ডের মহাব্যবস্থাপক (বাণিজ্যিক পরিচালন) মো. মফিজুল ইসলাম, পরিচালক (বাণিজ্যিক পরিচালন) খন্দকার নাজমুল হোসেন, অতিরিক্ত পরিচালক (তহবিল ও বাজেট) ছালেহ আহাম্মদ প্রমুখ। উপায়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ বিজনেস অফিসার ইমন কল্যাণ দত্ত, হেড অব গভমেন্ট সেলস হাসান মো. জাহিদ ও ডিজিএম (গভমেন্ট সেলস) মোহাম্মদ মকবুল হোসেন প্রমুখ।
২০২১ সালের ১৭ মার্চ আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবসিডিয়ারি ‘উপায়’। বর্তমানে উপায় বিস্তৃত পরিসরে এমএফএস সেবা প্রদান করছে ইউএসএসডি এবং মোবাইল অ্যাপ উভয়ের মাধ্যমে।
উপায়ের মাধ্যমে গ্রাহকরা সব ধরনের আর্থিক লেনদেন, যেমন—ক্যাশ ইন, ক্যাশ আউট, ইউটিলিটি বিল পেমেন্ট, মার্চেন্ট ও ই-কমার্স পেমেন্ট, রেমিট্যান্স, বেতন ও সরকারি ভাতা গ্রহণ, শিক্ষা প্রতিষ্ঠানের ফি, মোবাইল রিচার্জ ছাড়াও সেতুর টোল প্রদান, ট্রাফিক ফাইন পেমেন্ট এবং ভারতীয় ভিসা ফি পেমেন্টের মতো সেবা গ্রহণ করতে পারছেন।