আয়াটা এয়ারলাইনসের স্বীকৃতি পেল ইউএস-বাংলা
প্রথম দেশীয় বেসরকারি এয়ারলাইন্স হিসেবে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আয়াটা) এয়ারলাইন্স হিসেবে স্বীকৃতি লাভ করেছে বাংলাদেশের অন্যতম বৃহৎ বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।
আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা জানায়, ২০২৩ সালে বিশ্বের ১৮টি এয়ারলাইন্স আয়াটা এয়ারলাইন্স হিসেবে স্বীকৃতি অর্জন করেছে যার মধ্যে ইউএস-বাংলা অন্যতম।
গত প্রায় ২৭ বছরে বেশ কয়েকটি বেসরকারি এয়ারলাইন্স পরিচালিত হলেও প্রথমবারের মতো ইউএস-বাংলা এই সম্মান অর্জন করায় বিশ্বের আকাশ পরিবহনে অংশগ্রহণমূলক ভূমিকা পালন করতে পারবে। সম্প্রতি ইউএস-বাংলা এয়ারলাইন্স আইওএসএ সার্টিফিকেটও অর্জন করে।
২০১৪ সালের ১৭ জুলাই যাত্রা শুরু করে বর্তমানে দেশের অভ্যন্তরে ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুর, যশোর, রাজশাহী, বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া ৯টি দেশের ১১টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বর্তমানে কলকাতা, চেন্নাই, মালে, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, গুয়াংজু, শারজাহ, দুবাই, দোহা ও মাস্কাট রুটে ফ্লাইট পরিচালনা করছে। ভবিষ্যতে জেদ্দা, দিল্লি রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
ইউএস-বাংলার বহরে ৮টি বোয়িং ৭৩৭-৮০০, ৯টি এটিআর ৭২-৬০০সহ মোট ২০টি এয়ারক্রাফট রয়েছে। শিগগিরই বিমান বহরে ৪৩৬ আসনের দুটি এয়ারবাস ৩৩০ ও ৪টি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট যোগ করার পরিকল্পনা নিয়েছে ইউএস-বাংলা।