এফএসআইবিএলের তিন এজেন্ট ব্যাংকিং আউটলেটের যাত্রা শুরু
শরীয়াহ ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা দিতে যাত্রা শুরু করল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক (এফএসআইবিএল) পিএলসির তিনটি এজেন্ট ব্যাংকিং আউটলেট। গত মঙ্গলবার (১৭ অক্টোবর) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী ভার্চুয়ালি যুক্ত হয়ে এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলোর উদ্বোধন করেন।
পাবলিক এ্যাফেয়ার্স এন্ড ব্রান্ড কমিউনিকেশন ডিভিশনের এসভিপি ও বিভাগীয় প্রধান মো. শাহাজাদা বসুনিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রা শুরু করা আউটগুলো হলো—পটুয়াখালীর দশমিনায় আউলিয়াপুর বাজার, ঢাকার সাভারে রারীবাড়ী জালেশ্বর ও ফরিদপুরের ভাঙ্গায় কালামৃধা বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেট।
এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ, মুহাম্মদ মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুর রহমান শাহ প্রমুখ উপস্থিত ছিলেন।