দেশের বাজারে এখন সেকেন্ড জেনারেশন স্পোর্টি এসইউভি
দৃষ্টিনন্দন ডিজাইনের অ্যাডভান্স ফিচার নিয়ে ব্র্যান্ড নিউ বেইজিং এক্স ফিফটি ফাইভ সেকেন্ড জেনারেশন স্পোর্টি এসইউভি এখন বাংলাদেশের বাজারে। গত সোমবার (৩০ অক্টোবর) রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গাড়িটির দুটি কালার উন্মোচন করা হয়।
চীনের জনপ্রিয় অটোমোবাইল ব্র্যান্ড বেইক (BAIC) এর বেইজিং অটোমোটিভ গ্রুপের দীর্ঘ প্রায় ১০ বছর যাবৎ বাংলাদেশের একমাত্র পরিবেশক মা এন্টারপ্রাইজ। নতুন ও আকর্ষণীয় লুকের দুর্দান্ত বেইজিং এক্স ফিফটি ফাইভ সেকেন্ড জেনারেশনের গাড়িটি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক আব্দুস সামাদ। আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মহসিন খান, সিইও স্থপতি মোহতাসিম আল রাফিদ, সিওও ডা. মারিয়া সুলতানা, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আবুল খায়ের প্রমুখ।
এ সময় মা এন্টারপ্রাইজের সিইও মোহতাসিম আল রাফিদ বলেন, “ক্রেতাদের পরিবেশবান্ধব জিরো মাইলেজের নতুন প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দিতে মা এন্টারপ্রাইজ নতুন এই এক্স ফিফটি ফাইভ সেকেন্ড জেনারেশন মডেলের গাড়িটি নিয়ে এসেছে। মা এন্টারপ্রাইজের অন্যান্য ব্র্যান্ড ডিএফএসকে ও ফুডে এর মতোই অরিজিনাল পার্টস এবং বিক্রয় পরবর্তী সুবিধার পাশাপাশি বেইজিং অটোমোটিভ গ্রুপের এই গাড়িটি মধ্যবিত্তসহ সকল গ্রাহকদের ক্রয় ক্ষমতার মধ্যে।”
আশুলিয়ার নরসিংহপুরে মা এন্টারপ্রাইজের সংযোজনকারী কারখানায় ২০১৫ সাল থেকে অন্যান্য ব্র্যান্ডের গাড়িগুলোর মতো দেশেই সংযুক্ত করায় নতুন এই গাড়িটির বিক্রয়মূল্যও পাঁচ থেকে আট লাখ কম হচ্ছে। গাড়ি দুটো উন্মোচনের পর সিইও উপস্থিত সবার সামনে রেজিস্ট্রেশনসহ এর বিক্রয়মূল্য ঘোষণা করেন ৪৪.৯৯ লাখ টাকা।
এসইউভি ক্যাটাগরি সেগমেন্টের এই এক্স ফিফটি ফাইভ সেকেন্ড জেনারেশন মডেলে রয়েছে অত্যাধুনিক সব ফিচার। ১ দশমিক ৫ লিটার গ্যাসোলিন টার্বো ইঞ্জিনের এই গাড়িটির আউটলুক অনুষ্ঠানে উপস্থিত সবার নজর কেড়েছে। অত্যাধুনিক ডিজাইন, ম্যাজিক কোর ইনজিন, হানিকমব গ্রিল এবং ইউনিক ডি আর এল এর তৈরি এ গাড়িতে রয়েছে পর্যাপ্ত জায়গা। লেদার মেমোরি সিটের এই গাড়িতে রয়েছে সিট হিটিং কুলিং অপশন। আছে ১৯ ইঞ্চি এলোয় রিম, সিক্স এয়ার ব্যাগ, প্যানোরামিক সানরুফ, ডুয়েল টোন কালার এবং আরও অনেক অত্যাধুনিক প্রযুক্তি।
মা এন্টারপ্রাইজের জিএম জুয়েল ইকবাল, হেড অব এইচআর আবু তাহের, হেড অফ সেলস্ মেজর (অব.) মামুন, ডেপুটি ম্যানেজার ইঞ্জিনিয়ার আরিফুর রহমান এবং হেড অব সিআরএম-মার্কেটিং মুনিরুল ইসলাম-সহ মা এন্টারপ্রাইজের অন্যান্য সিনিয়র কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।