সাউথইস্ট ব্যাংকের বার্ষিক ঝুঁকি ও টেকসই অর্থায়ন সম্মেলন অনুষ্ঠিত
সাউথইস্ট ব্যাংক লিমিটেডের বার্ষিক ঝুঁকি ও টেকসই অর্থায়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে ডিজিটাল প্লাটফর্ম এবং সশরীরে উপস্থিতির মাধ্যমে হাইব্রিড পদ্ধতিতে এই সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. খুরশীদ আলম।
এ সময় খুরশীদ আলম তার বক্তব্যে ব্যাংকে একটি শক্তিশালী রিস্ক কালচার প্রতিষ্ঠায় এবং টেকসই অর্থায়নের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধিতে এই সম্মেলনের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান এবং এস এম খালেদ আবদুল্লাহ অনুষ্ঠানে গেস্ট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন। তারা ব্যাংকের বিভিন্ন ধরনের ঝুঁকি, ঝুঁকি নিয়ন্ত্রণ পদ্ধতি ও বাংলাদেশ ব্যাংকের ঝুঁকি প্রতিবেদনে ভালো রেটিং অর্জনের জন্য করণীয় ব্যবস্থার ওপর আলোকপাত করেন।
সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন, ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মাছুম উদ্দিন খান, ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবিদুর রহমান চৌধুরী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ রিস্ক কর্মকর্তা খোরশেদ আলম চৌধুরীসহ ব্যাংকের প্রধান কার্যালয়ের সব বিভাগীয় প্রধান ও নির্বাহীরা কনফারেন্সে উপস্থিত ছিলেন।
এ ছাড়া ব্যাংকের সব শাখাপ্রধান, অপারেশন ম্যানেজার এবং অফসোর ব্যাংকিং ইউনিট ও উপশাখাগুলোর ইনচার্জরা ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনলাইনে কনফারেন্সে অংশ নেন।