করপোরেট প্রিমিয়াম লিগের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
অক্টোবরের প্রথম সপ্তাহে গেমস আওয়ার করপোরেট প্রিমিয়াম লিগ উদ্বোধন হওয়ার পর প্রায় এক মাসের জমজমাট লড়াই শেষে দ্বিতয়ি মৌসুমের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৩ নভেম্বর) গেমস আওয়ারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, খেলায় বিভিন্ন দলের মধ্যে এ মৌসুমে মোট অংশগ্রহণকারী দল ছিল সাতটি। সেগুলো হলো—সিটি ব্যাংক, দারাজ, ইস্টার্ন ব্যাংক, মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংক, স্টারগেজ ইন্টারন্যাশনাল, লায়লা গ্রুপ এবং আমিন উইকেন্ড ক্রিকেট ক্লাব। গ্রুপ স্টেজে মোট ২১ ম্যাচে দুটি ভেন্যুতে একে অপরের মুখোমুখি হয় দলগুলো। টেবিলের অবস্থান অনুযায়ী প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী লায়লা গ্রুপ এবং মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংকের মধ্যকার অনুষ্ঠিত ফাইনালে দ্বিতীয় মৌসুমের চ্যাম্পিয়নশিপে মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংককে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয় লায়লা গ্রুপ এবং মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংক জিতে নেয় রানার্স আপের ট্রফি।
এ ছাড়া টেবিলে তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা সিটি ব্যাংক ও স্টারগেজের মধ্যকার প্লেট ফাইনালে বিজয়ী হয় সিটি ব্যাংক। পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা ইস্টার্ন ব্যাংক এবং আমিন উইকেন্ড ক্রিকেট ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয় বোল ফাইনাল। বোল ফাইনালে আমিন উইকেন্ড ক্রিকেট ক্লাবকে হারিয়ে বোল চ্যাম্পিয়ন হয় ইস্টার্ন ব্যাংক। এ ছাড়া ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতে নেয় দারাজ।
গ্র্যান্ড ফিনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টুর্নামেন্টজুড়ে পারফর্মেন্স নৈপুণ্যের উপর ভিত্তি করে তিনটি ব্যক্তিগত অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ম্যান অফ দ্যা টুর্নামেন্ট অ্যাওয়ার্ড জিতে নেন লায়লা গ্রুপের এ কে জেড শিপ, ব্যাটসম্যান অব দ্যা টুর্নামেন্ট হন সিটি ব্যাংকের শোভন এবং বোলার অব দ্যা টুর্নামেন্ট পুরস্কার জিতে নেন লায়লা গ্রুপের এ কে জেড শিপন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেক্টর মিনহাজুল আবেদীন নান্নু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফীস। এ ছাড়া উপস্থিত ছিলেন শওকত আলী মিয়া, শাহজাদ হোসেন জিসান এবং সাকিফ আহসান। টাইটেল স্পন্সর হিসেবে দ্বিতীয় মৌসুমে পৃষ্ঠপোষকতা করে রিচার্জ ইলেক্ট্রোলাইট ড্রিংক, গোল্ড স্পন্সর ছিল যমুনা গ্রুপ ও মিৎসুবিশি মোটর্স। অন্যান্য স্পন্সরশিপে ছিল গো জায়ান, ব্যাকপেজ পি আর, সাইলেন্ট স্পোর্টস, ও অটোনেমো।
টুর্নামেন্টের আরও তথ্য পাওয়া যাবে www.gameshour.net ওয়েবসাইটে।