দিনাজপুরে শীতার্তদের কম্বল দিল এনসিসি ব্যাংক
এনসিসি ব্যাংক পিএলসি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দিনাজপুরে দারিদ্র পীড়িত শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে। সম্প্রতি শীতার্ত মানুষের মাঝে এই কম্বল বিতরণ করেন এনসিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম।
এ সময় এনসিসি ব্যাংকের এসএভিপি ও দিনাজপুর শাখার ব্যবস্থাপক মো. কামাল হোসেন ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এনসিসি ব্যাংক প্রতি বছরের মতো এ বছরও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এবং ব্যাংকের শাখাগুলোর মাধ্যমেও সারা দেশে উল্লেখযোগ্য পরিমাণ কম্বল বিতরণ করেছে।