ডিজিটাল ব্যাংক হিসেবে লাইসেন্স পেল নগদ
ডিজিটাল ব্যাংক হিসেবে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করার অনুমতি পেল নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি। এর ফলে অন্য সকল তফসিলি ব্যাংকের মতোই কাজ করবে এই প্রতিষ্ঠানটি। গতকাল সোমবার প্রতিষ্ঠানটিকে চূড়ান্ত লাইসেন্স দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (৩ জুন) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়, গতকাল নগদ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর এ মিশুকের হাতে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স হস্তান্তর করেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (বিআরপিডি) মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী। হস্তান্তরকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার।
নগদ ডিজিটাল ব্যাংক পিএলসির চূড়ান্ত লাইসেন্সের কপি হস্তান্তরের সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার নগদের প্রতি শুভেচ্ছা জানান। একই সাথে নতুন এই আর্থিক সেবার সফল্য কামনা করেন।