প্রাইম ব্যাংক ও সিনজেনটার মধ্যে চুক্তি
প্রাইম ব্যাংক সাথে ডিস্ট্রিবিউটর অর্থায়ন সংক্রান্ত চুক্তি সই করেছে সিনজেনটা বাংলাদেশ লিমিটেড। সম্প্রতি ঢাকায় সিনজেনটা বাংলাদেশের প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি সই অনুষ্ঠিত হয়।
চুক্তির আওতায়, সিনজেনটা বাংলাদেশের ডিস্ট্রিবিউটদের বন্ধকীমুক্ত এক কোটি টাকা পর্যন্ত ওভারড্রাফট ঋণ সরবরাহ করবে প্রাইম ব্যাংক।
অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নাজিম এ চৌধুরী এবং সিনজেনটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হেদায়েত উল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এসময় প্রাইম ব্যাংকের হেড অব কমার্শিয়াল ব্যাংকিং মো. আসিফ বিন ইদ্রিস, হেড অব করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশন ব্যাংকিং সাজিদ রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।