কু-ঋণ কমলে সুদহার কমবে : ডিসিসিআই প্রেসিডেন্ট
ব্যাংক দখলদার ও অর্থ লুটকারীদের ধরতে বাংলাদেশ ব্যাংকের যেসব পদক্ষেপ নিচ্ছে তার সঙ্গে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) একমত প্রকাশ করেছে। ডিসিসিআই প্রেসিডেন্ট আশরাফ আহমেদ বলেন, ব্যাংক লুটপাটে সাধারণ ব্যবসায়ীরা জড়িত নয়। বরং, লুটপাটের কারণে সাধারণ ব্যবসায়ীরাই ভুগছে।
আজ মঙ্গলবার (২৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক শেষে ডিসিসিআই প্রেসিডেন্ট আশরাফ আহমেদ এসব কথা বলেন।
কু-ঋণের পরিমাণ কমিয়ে আনতে পারলে ব্যাংক ঋণের সুদহার কমে যাবে মন্তব্যে করে আশরাফ আহমেদ বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসুক সেটা আমরা চাই। মূল্যস্ফীতি বেড়ে গেলে ব্যবসায়ীদের খরচ বাড়ে। কারণ, তখন আমাদের শ্রমিকদের বেতন বৃদ্ধিও করতে হয়। মূল্যস্ফীতি কমানোর জন্য আমাদের সবাইকে কষ্ট করতে হবে।
এসএমই খাতে অর্থায়নের জন্য বাংলাদেশ ব্যাংকের বেশ কয়েকটি স্কিম রয়েছে জানিয়ে ডিসিসিআই প্রেসিডেন্ট বলেন, এই স্কিমগুলো যদি বেগবান করা যায় তাহলে এসএমই উদ্যোক্তাদের জন্য জন্য ভালো হবে। এ ছাড়া বৈদেশিক ঋণের প্রক্রিয়া কীভাবে সহজ করা যায়, ব্যাংক ঋণের অন্যান্য ব্যাসেলগুলো কীভাবে কমানো যায়, সে বিষয়ে গভর্নরের সঙ্গে আলোচনা হয়েছে।