জিএসপি সুবিধা ফিরে পেতে চান ব্যবসায়ীরা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সহায়তায় তার ইমেজ কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপির (বাংলাদেশি পণ্যের অবাধ বাজার) সুবিধা ফিরে পেতে চান ব্যবসায়ীরা। আজ মঙ্গলবার (২৭ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে ব্যবসায়ী সংগঠনের শীর্ষ নেতারা অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।
জিএসপি প্রসঙ্গে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, এটা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি বিশ্বের অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি। ড. ইউনূসের ব্র্যান্ড ইমেজ কাজে লাগিয়ে আমরা যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা পেতে চাই। এছাড়া এলসি খুলতে ছয়টা ব্যাংক মার্জিন চাইছে, এই বিষয়ে কথা হয়েছে। বিষয়টি নিয়ে উপদেষ্টা গভর্নরের সঙ্গে কথা বলবেন।
নিরাপত্তার প্রসঙ্গে মোহাম্মদ হাতেম বলেন, অর্থ উপদেষ্টার সাথে আমাদের কথা হয়েছে। বলেছি কারখানার নিরাপত্তা খুবই জরুরি। আশা করি, দ্রুত এটার সমাধান হয়ে যাবে। এখন কোনো ঝামেলা নেই। বায়ারদের একটা আস্থার অভাব ছিল, এটাও কেটে যাচ্ছে। প্রধান উপদেষ্টা নিজে বায়ারদের সঙ্গে কথা বলবেন, এটা আমাদের বড় পাওয়া।
আকস্মিক বন্যায় উৎপাদনে অনেক সমস্যা হয়েছে জানিয়ে মোহাম্মদ হাতেম বলেন, আমাদের শত শত ট্রাক মিরসরাই এলাকা পড়ে আছে, এগুলো নিরাপত্তার সমস্যা আছে। বর্তমানে সাপ্লাই চেইনে সমস্যা হচ্ছে। বন্যার কারণে ঢাকা-চট্টগ্রামে সমস্যা হচ্ছে। নারায়ণগঞ্জের পানগাঁও পোর্ট দ্রুত উন্নয়ন বা চালু করা দরকার।