এবার চট্টগ্রামে ইউকে এডুকেশন এক্সপো
এএইচজেড অ্যাসোসিয়েটসের আয়োজনে দ্য পেনিনসুলা চিটাগংয়ে (চট্টগ্রাম) ইউকে এডুকেশন এক্সপো অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ইউকে এডুকেশন এক্সপোটি আগামী ৬ আগস্ট সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হবে। ইউকেতে উচ্চশিক্ষা গ্রহণ করতে আগ্রহী এমন প্রত্যেক শিক্ষার্থীর জন্য প্রোগ্রামটি উন্মুক্ত থাকবে এবং অনুষ্ঠানে বিভিন্ন প্রথম সারির ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
শিক্ষার্থীরা আসন্ন সেশনের (২০২৩) জন্য স্কলারশিপসহ তাদের অ্যাপ্লিকেশন জমা দেওয়ার সুযোগ পাবেন। আগ্রহী শিক্ষার্থীরা আইইএলটিএসের জন্য এএইচজেডের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন এবং শতভাগ ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। এএইচজেড অ্যাসোসিয়েটস বিনামূল্যে পরিষেবা প্রদান করবে, সঠিক কোর্সের সাথে সঠিক বিশ্ববিদ্যালয় বেছে নিতে এবং দ্রুত অফার লেটার পেতে তাদের সহায়তা করবে।