এসএসসি ও সমমানে জিপিএ ৫ ও পাসের হার বেড়েছে
এসএসসি ও সমমানের পরীক্ষার ফলে গত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে।
আজ রোববার প্রকাশিত ফলে দেখা যায়, এ বছর সারা দেশে মোট জিপিএ ৫ পেয়েছে এক লাখ ৩৫ হাজার ৮৯৮ শিক্ষার্থী। পাসের হার ৮২ দশমিক ৮৭ শতাংশ। গত বছর ৮২ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। জিপিএ ৫ পেয়েছিল এক লাখ পাঁচ হাজার ৫৯৪ জন। গতবারের তুলনায় এ বছর জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৩০ হাজার ৩০৪ জন। আর পাসের দিক থেকে শূন্য দশমিক ৬৭ ভাগ পাসের সংখ্যা বেড়েছে।
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আজ প্রকাশ হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের অনুলিপি তুলে দেওয়া হয়। শিক্ষামন্ত্রী দীপু মনি সেখানে ফলের বিভিন্ন দিক তুলে ধরেন।