করোনা জটিলতায় জাবি অধ্যাপকের মৃত্যু, দাফন সম্পন্ন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মু. নজিবুর রহমান (৫২) করোনা পরবর্তী জটিলতায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি করোনা পরবর্তী জটিলতায় বারডেম জেনারেল হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।
মু. নজিবুর রহমান স্ত্রী, এক মেয়ে, এক ছেলে এবং অগণিত ছাত্রছাত্রীসহ গুণগ্রাহী রেখে গেছেন।
আজ সোমবার ভোর পৌনে ৫টায় হাসপাতালের আইসিইউর কর্তব্যরত চিকিৎসক নজিবুর রহমানকে মৃত ঘোষণা করেন। জাবির করোনাভাইরাস পর্যবেক্ষণ ও প্রতিরোধ সেলের সদস্য এবং একই বিভাগের শিক্ষক অধ্যাপক সোহেল আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
অধ্যাপক সোহেল আহমেদ জানান, গত ২৮ জুন করোনা আক্রান্ত হয়ে বারডেম জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন অধ্যাপক নজিবুর রহমান। করোনা চিকিৎসা শেষে তিনি ১৪ জুলাই হাসপাতাল থেকে বাসায় ফেরেন। পরে গত ২০ জুলাই রাতে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে পুনরায় তাঁকে বারডেম হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে হাই ফ্লো অক্সিজেন দিয়ে রাখা হয়। তারপর অবস্থার উন্নতি না হলে আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
অধ্যাপক ড. মু. নজিবুর রহমানের মৃত্যুতে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় উপাচার্য বলেন, ‘অধ্যাপক ড. মু. নজিবুর রহমানের অকাল মৃত্যুতে দেশ এবং বিশ্ববিদ্যালয়ের অনেক ক্ষতি হলো। খাদ্য ও পুষ্টিবিষয়ক গবেষণায় তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।’
উপাচার্য নজিবুর রহমানের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করে তার আত্মার মাগফিরাত কামনা করেন।
আজ সকাল পৌনে ৯টায় জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে অধ্যাপক নজিবুর রহমানের লাশ তাঁর গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে দাফন করা হয়েছে।