চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিতে জাবি শিক্ষার্থীদের মানববন্ধন
চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাধারণ শিক্ষার্থীরা। আজ রোববার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এই মানববন্ধন হয়।
মানববন্ধন থেকে শিক্ষার্থীরা চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি, প্রশ্নফাঁস ও নিয়োগ দুর্নীতি বন্ধ, নিয়োগ পরীক্ষায় প্রাপ্ত নম্বরসহ ফল প্রকাশ, চাকরিতে আবেদন ফি সর্বোচ্চ ১০০ টাকা এবং একই সময়ে একাধিক নিয়োগ পরীক্ষা বন্ধ করে সমন্বিত নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করার দাবি জানান।
মানবন্ধনে সংক্ষিপ্ত বক্তব্যে বাংলা বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী জহির ফয়সাল বলেন, ‘জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেছেন সরকারি চাকরিতে তিন লাখ ৮০ হাজার ৯৯৫টি পদ খালি আছে। এই পদগুলো পূরণে আমাদের সুযোগ দিতে হবে। উত্থাপন করা দাবিগুলো আমাদের বাঁচার দাবি। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ন্যূনতম ৩২ বছর করতে হবে।’
জাবি শিক্ষার্থী আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া অধিকাংশ শিক্ষার্থী মধ্যবিত্ত পরিবারের। করোনা মহামারির কারণে আমরা কোনো চাকরির পরীক্ষা দিতে পারিনি। সময় নষ্ট হয়েছে ও চাকরিতে প্রবেশের বয়সসীমার দ্বারপ্রান্তে এসে পড়েছি। তাই সরকারকে দ্রুত দাবি মেনে নেওয়ার আহ্বান জানাই।’
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।