জাবিতে ‘এইচ’ ও ‘জি’ ইউনিটের ফল প্রকাশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আইআইটিভুক্ত ‘এইচ’ ইউনিট এবং আইবিএ জেইউ-ভুক্ত ‘জি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
আজ শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। প্রতিটি ইউনিটের আসন সংখ্যার দশগুণ শিক্ষার্থীর মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।
‘এইচ’ ইউনিটে আসন সংখ্যা ৫৬টি। এর মধ্যে ছাত্রদের জন্য ২৮টি এবং ছাত্রীদের জন্যও ২৮টি। এই ইউনিটে আবেদনকারীর সংখ্যা ২৩৩১৬ জন। ‘জি’ ইউনিটের আসন সংখ্যা ৫০টি। এর মধ্যে ছাত্রদের জন্য ২৫টি এবং ছাত্রীদের জন্যও ২৫টি। আবেদনকারীর সংখ্যা ৮৮৯৬ জন। বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট থেকে বিস্তারিত ফলাফল পাওয়া যাবে।
আগামী ১৪ নভেম্বর সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘বি’ ইউনিটে আসন সংখ্যা ৩২৬। আবেদনকারীর সংখ্যা ৩৭৯২৫ জন।