জাবিতে ক্রিকেট টুর্নামেন্ট : চ্যাম্পিয়ন এইচআরএম ফ্যালকনস
জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ইএমবিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে গত ২২ জুলাই বিশ্ববিদ্যালয়ের কর্মচারী মাঠে কাস্ট্রোল প্রেজেন্টস জাবি ইএমবিএ ক্রিকেট টুর্নামেন্ট-২০২২ অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় ফাইন্যান্স চ্যালেঞ্জসকে ৬ উইকেটে পরাজিত করে এইচআরএম ফ্যালকনস চ্যাম্পিয়ন হয়।
টসে জিতে ফাইন্যান্স চ্যালেঞ্জস প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত আট ওভারে পাঁচ উইকেটে ৬৪ রান করে। এইচআরএম ফ্যালকনস পাঁচ ওভার চার বলে চার উইকেটে ৭০ রান করে চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলায় ম্যান অব দ্য ম্যাচ হন মুশফিক ম্যাশ এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট হন নাসিম আহমেদ।
টুর্নামেন্টে জাবির ব্যবসা অনুষদের চারটি বিভাগের মোট আটটি টিম অংশগ্রহণ করে। গ্রুপ পর্বের খেলাগুলো গত ২৪ ও ২৫ জুন বিশ্ববিদ্যালয়ের কর্মচারী মাঠে অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলা শেষে ইএমবিএ-র বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থী এবং উপস্থিত অতিথি-দর্শকদের জন্য হাড়িভাঙা এবং মিউজিক্যাল চেয়ার খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন আব্দুল মান্নান, ডিপুটি কমিশনার অব পুলিশ, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সইন্টারন্যাশনাল ক্রাইম, ডিএমপি। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন মতিয়ার রহমান, ডিপুটি কমিশনার অব পুলিশ, সিটিএসবি, ডিএমপি, আলতাব হোসাইন বিশ্বাস, ম্যানেজিং ডিরেক্টর, বিটিসি গ্রুপ, সৈয়দ মাহীন জুবায়েদ, ভাইস-প্রেসিডেন্ট অ্যান্ড ব্রাঞ্চ ম্যানেজার, এইচএসবিসি ব্যাংক, রাশেদুল হাসান লিটন, ফ্যাসিলিটেটর, আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, আক্তারুজ্জামান সোহেল, সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা, মো. আরিফুল ইসলাম, বিসনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, কাস্ট্রোল বাংলাদেশ, মো. হেদায়েতুল্লাহ, প্রোপাইটর, সান রাইস অটো, বশির আহমেদ, প্রোপাইটর, নিউ বাংলা মোটরস, নাজমুল নাসিফ, ম্যানেজিং ডিরেক্টর, রেড ব্রিকস কন্সট্রাকশন, এম এ তাহের শেরপা, ম্যানেজিং ডিরেক্টর, শেরপা পাওয়ার ইঞ্জিনিয়ারিং লিমিটেড।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মাকসুদুর রহমান, ভাইস প্রেসিডেন্ট এস এম মাসুম, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, মাসুদ রানা, রেজওয়ান আহমেদ, জাহিদুল ইসলাম শরীফসহ অন্যান্য সদস্য এবং নেতারা। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন সাইদুর রহমান এবং সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মাকসুদুর রহমান।
টুর্নামেন্টের স্পনসর ছিল কাস্ট্রোল বাংলাদেশ, রেড ব্রিকস কন্সট্রাকশন, সান রাইস অটো, নিউ বাংলা মোটরস ও ক্যালিফোর্নিয়া ফ্রাইড চিকেন (সিএফসি)।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে জাবি ইএমবিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নানাবিধ সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা এবং কল্যাণমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং এ ধারা অব্যহত রাখার আহ্বান জানান।
এ ছাড়া অনুষ্ঠানের অন্যান্য অতিথি বক্তব্যে অ্যাসোসিয়েশনের নানাবিধ কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং অ্যাসোসিয়েশনের সাথে থাকার ও সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে চ্যাম্পিয়ন এবং রানার-আপ দলসহ অন্যান্য বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে অনুষ্ঠানের সভাপতি মাকসুদুর রহমান অ্যাসোসিয়েশনের পরবর্তী কার্যক্রমের সংক্ষিপ্ত আলোচনা শেষে সবাইকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।