ঢাকা ও সিলেটে ইউকে এডুকেশন এক্সপো কাল
ঢাকা ও সিলেটে একই দিনে ইউকে এডুকেশন এক্সপো হতে যাচ্ছে। এএইচজেড অ্যাসোসিয়েটসের আয়োজনে ‘ইউকে এডুকেশন এক্সপো ২০২২’ শিরোনামের এই এক্সপো অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার।
ঢাকার গুলশান ২ লেক সার্কেলে অবস্থিত ডরিন হোটেলে এবং সিলেটের গ্র্যান্ড প্যালেস হোটেলে এক্সপো অনুষ্ঠিত হবে। দুটি এক্সপো সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।
যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় আগ্রহী প্রত্যেক শিক্ষার্থী এই এক্সপোতে অংশগ্রহণ করতে পারবেন, সেখানে তাঁরা যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় বিষয়ে সব ধরনের তথ্য পাবেন। এই আয়োজনে প্রথম সারির ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন ও পরামর্শ দেবেন।
শিক্ষার্থীরা ২০২৩ সালের আসন্ন সেশনের জন্য আবেদন করতে পারবেন। তাঁরা যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য স্কলারশিপ অফার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
আগ্রহী শিক্ষার্থীরা আইইএলটিএসের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন এবং শতভাগ ক্যাশব্যাক গ্রহণ করবেন।
এএইচজেড অ্যাসোসিয়েটস এক্সপোতে আসা শিক্ষার্থীদের ফ্রি সার্ভিস প্রদান করবে। তাঁদের সঠিক কোর্সের সাথে সঠিক বিশ্ববিদ্যালয় বেছে নিতে এবং দ্রুত অফার লেটার পেতে সহায়তা করবে। বুকিংয়ের জন্য রেজিস্ট্রেশন করুন এই লিংকে : https://ahzassociates.co.uk/expo/bd/.