দ্বিতীয় মেয়াদে যবিপ্রবির উপাচার্য ড. আনোয়ার হোসেন
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য হিসেবে আবারও চার বছরের জন্য নিয়োগ পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মো. নূর-ই-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়। যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য আনোয়ার হোসেন দায়িত্ব পালন করবেন।
এর আগে প্রথম মেয়াদে দায়িত্বপালন শেষে গত মাসে পূর্বের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে যান অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। আগামী শুক্রবার যশোর এসে দ্বিতীয় মেয়াদের জন্য দায়িত্বভার গ্রহণ করবেন বলে জানিয়েছেন ড. আনোয়ার হোসেন।