বানভাসিদের ত্রাণ দিল এফবিএস ক্লাব
সিলেটের অন্যতম বন্যাকবলিত সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার ফেনারবাকসহ পাঁচটি গ্রামে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর মাঝে ত্রাণ বিতরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের এলামনাই এসোসিয়েশন ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড।
ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ৩৫০টি পরিবারের মাঝে ত্রাণসমগ্রী বিতরণ করে সামাজিক সংগঠনটি। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ও খাবার পানি নিয়ে সংগঠনের পক্ষ থেকে মো. রিয়াজ সিকদার ভলান্টিয়ারদের নিয়ে পৌঁছে যান দুস্থ পরিবারগুলোর কাছে। এর আগে অতিরিক্ত পানির জন্য ত্রাণ-সাহায্য পৌঁছানো দুষ্কর হয়ে পড়েছিল। এখন পানি কমতে শুরু করায় গ্রামবাসীও তাদের ক্ষতিগ্রস্ত বসতভিটায় ফিরতে শুরু করেছে এবং জীবন ধারণের প্রাত্যহিক জিনিসপত্রের অভাবে তারা মানবেতর জীবনযাপন করছে।
ক্লাবের মুখপাত্র জানান, সামাজিক সংগঠন হিসেবে ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের অন্যতম নীতি হলো সমাজের সুবিধাবঞ্চিত ও দুস্থ-অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো। তিনি বলেন, প্রয়োজনের তুলনায় এই ত্রাণ সহায়তা অপ্রতুল হলেও আমাদের সমাজের বিত্তবানেরা ও সব সামাজিক সংগঠন যদি আন্তরিকতার সাথে এগিয়ে আসে, তাহলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসা একটু হলেও সহজতর হবে।
একদিকে ক্লাবটি ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের বিভিন্নভাবে যেমন সুযোগ তৈরি করে দিচ্ছে, তেমনই সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেও প্রতিনিয়ত ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রয়েছে।