যশোর স্টুডেন্ট কমিউনিটি ঢাকা’র নতুন নেতৃত্ব
ঢাকায় অবস্থানরত যশোর জেলার শিক্ষার্থীদের সংগঠন যশোর স্টুডেন্ট কমিউনিটি, ঢাকা’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রের(টিএসসি) মাঠে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার শিক্ষার্থী হাসান ওয়ালীকে সভাপতি ও ঢাকা বিশবিদ্যালয়ের শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষিত হয়। একইসঙ্গে আগামী তিন মাসের মধ্যে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
কমিটিতে অন্যান্যদের মধ্যে আছেন সহসভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সানজিদা জেরিন ও তানভীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মুতাসিম বিল্লাহ, দপ্তর সম্পাদক আমিমুল ইসহান ফাহাদ, অর্থ সম্পাদক মাহবুব হাসান, সমাজসেবা সম্পাদক নাহিদ হাসান, আইন সম্পাদক ফারহানাহ সানজিদা, প্রচার সম্পাদক মিরাজ হোসেন, ক্রীড়া সম্পাদক এনামুল হাসান তামিম, সাংস্কৃতিক সম্পাদক সুজন মাহমুদ, বৃত্তি ও ছাত্রকল্যাণ সম্পাদক আরিফুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক রুমান হাসান তামিম, পাঠাগার বিষয়ক সম্পাদক শাহরিয়ার রাকিব, আপ্যায়ন সম্পাদক তাওহিদুর রহমান।
কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন ফয়সাল আহমেদ, রিফাত বিন গাফফার, তাবাসসুম ইয়াসমিন তিশা, নুরুদ্দিন হাসান ও জুবায়ের হাসান।
ঢাকায় অবস্থানরত বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য-সম্প্রীতি, যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিতে কাজ করার লক্ষ্যে ২০২০ সালে যাত্রা শুরু করে যশোর স্টুডেন্ট কমিউনিটি, ঢাকা। শিক্ষার্থীদের মানোন্নয়ন ও বিভিন্ন সমস্যা মোকাবেলায় নানা ধরণের গঠনমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।
কমিটি গঠন অনুষ্ঠানে নেতৃবৃন্দ যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জীবনে পদ্মা সেতুর ইতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করেন। এ বিশাল কর্মযজ্ঞের সফলতায় সরকার ও সেতু সংশ্লিষ্ট সকলকে যশোরবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।