যেভাবে জেএসসি-জেডিসি ও পিইসি পরীক্ষার ফলাফল জানা যাবে
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার ফলাফল আজ মঙ্গলবার প্রকাশ করা হবে।
সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পঞ্চম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত দুটি সমাপনী পরীক্ষার ফলাফলের অনুলিপি দেবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। পরে দুপুর ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ে মন্ত্রী ডা. দীপু মনি ও উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সংবাদ সম্মেলনে জেএসসি-জেডিসি পরীক্ষার ফল প্রকাশ করবেন। দুপুর ১টায় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. জাকির হোসেন মন্ত্রণালয়ে পৃথক সংবাদ সম্মেলন করে পিইসি-ইবতেদায়ি পরীক্ষার ফল প্রকাশ করবেন। এর পরপরই ফলাফল সবার জন্য উন্মুক্ত করা হবে।
দুই মন্ত্রীর ফল ঘোষণার পরই শিক্ষা বোর্ডগুলোর কমন ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd) ও সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট থেকে জেএসসি ও জেডিসির ফল জানা যবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dpe.gov.bd) ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (http://bmeb.ebmeb.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইট (http://dperesult.teletalk.com.bd) প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীর ফল জানা যাবে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল মঙ্গলবার দুপুর ১২টায় প্রকাশ করা হবে।
ফলাফল জানা যাবে যেভাবে
• নিজ নিজ স্কুল বা মাদ্রাসা থেকে
• ইন্টারনেটে
• মোবাইল ফোনে এসএমএস পাঠানোর মাধ্যমে
ইন্টারনেটে
• প্রথমে যেতে হবে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে
• যে সালে জেএসসি পরীক্ষা দিয়েছে তা নির্বাচন করতে হবে। ২০১৯ সালের পরীক্ষার্থী সেহেতু এখানে ২০১৯ নির্বাচন করুন।
• এরপর শিক্ষার্থী যে বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছে তা নির্বাচন করুন। যেমন ধরুন ঢাকা বোর্ড থেকে পরীক্ষা দিলে বোর্ড হবে ঢাকা Dhaka.
• পরবর্তী ঘরে দিতে হবে রোল নম্বর।
• এরপর রেজিস্টেশন নম্বরের ঘরটি সঠিকভাবে পূরণ করতে হবে।
• এর নিচে লক্ষ্য করে দেখবেন একটি ক্যাপচা। এখানে যে শব্দটি বা সংখ্যাটি হিজিবিজিভাবে লেখা থাকবে তা সঠিকভাবে পাশের ঘরটিতে টাইপ করতে হবে।
এরপর সাবমিট-এ ক্লিক করলেই কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাবেন। আরো রেজাল্ট দেখতে চাইলে রিসেট অপশনে ক্লিক করে প্রক্রিয়াটি পুনরাবৃত্তির মাধ্যমে রেজাল্ট জানতে পারবেন।
এসএমএসে ফল পেতে
প্রাথমিক শিক্ষা সমাপনী DPE/EBT (পঞ্চম শ্রেণি) পরীক্ষা ২০১৯ এর ফলাফল পেতে:
যেকোনো মোবাইলের Message অপশনে গিয়ে DPE<Space>পরীক্ষার্থীর ID No. <Space> পাসের সন লিখে Send করুন 16222 নম্বরে। উদাহরণ: DPE 112015310040200 2019 লিখে Send করুন 16222 নম্বরে। উল্লেখ্য, মাদ্রাসা বোর্ডের প্রাথমিক শিক্ষা সমাপনী-DPE (পঞ্চম শ্রেণি) পরীক্ষার ফলাফল পেতে DPE এর স্থলে EBT লিখতে হবে।
জুনিয়র স্কুল সার্টিফিকেট-JSC (অষ্টম শ্রেণি)/সমমান পরীক্ষা ২০১৯ এর ফলাফল পেতে :
যেকোনো মোবাইলের Message অপশনে গিয়ে JSC<Space>প্রার্থীর নিজ বোর্ডের নামের প্রথম তিন অক্ষর<Space>রোল নম্বর<Space>পাসের সাল লিখে Send করুন 16222 নম্বরে।
উদাহরণ : JSC Dha 223567 2019 লিখে Send করুন 16222 নম্বরে।
উল্লেখ্য, মাদ্রাসা বোর্ডের জুনিয়র দাখিল সার্টিফিকেট (JDC) পরীক্ষার ফলাফল পেতে JDC<Space>MAD<Space>Roll<Space>2019 লিখে Send করুন 16222 নম্বরে।
সব বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর লেখার নিয়ম
• ঢাকা বোর্ড DHA
• কুমিল্লা বোর্ড COM
• চট্টগ্রাম বোর্ড CHI
• রাজশাহী বোর্ড RAJ
• যশোর বোর্ড JES
• বরিশাল বোর্ড BAR
• সিলেট বোর্ড SYL
• দিনাজপুর বোর্ড DIN
• টেকনিক্যাল বোর্ড TEC
• মাদ্রাসা বোর্ড MAD