শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে রাবি শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন
স্বাস্থ্যবিধি মেনে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক-শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ‘স্টুডেন্ট রাইটস এসোসিয়েশন’ আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়েছে।
কর্মসূচিতে আরবি বিভাগের অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ বলেন, ‘সভ্য দেশগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশে দীর্ঘ সময় ধরে শিক্ষা-কার্যক্রম বন্ধ রয়েছে। সরকার চাইলে বিকল্প ব্যবস্থার মাধ্যমে শিক্ষা-কার্যক্রম চালু রাখতে পারতেন। সরকার সেটি করেননি। এখন শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য অবনতির দিকে যাচ্ছে। ফলে দ্রুত স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া জরুরি।’
অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ফরিদ উদ্দীন খান বলেন, ‘শুধু শিক্ষার্থীরা নয়, শিক্ষরাও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছেন। অনেক সময় পারিবারিক পরিমণ্ডলে এর প্রভাব পড়ছে। কখনও কখনও পরিবারের সদস্যদের ওপরে আচরণ কঠোর হয়ে যাচ্ছে। অন্যদিকে, অনলাইনে শিক্ষাকার্যক্রম চালিয়ে নেওয়াও সম্ভব হচ্ছে না। করোনা প্রতিরোধে কী ভূমিকা রাখা দরকার সেটি বিশ্ববিদ্যালয়েই গবেষণা হওয়ার কথা। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কারণে অনেক গবেষণা কার্যক্রম স্থবির।’
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ার কারণে আমরা অনালাইনে আসক্ত হয়ে পড়ছি। দীর্ঘদিন একই বর্ষে থাকার ফলে চাকরির বাজারসহ নানাভাবে পিছিয়ে যাচ্ছি আমরা। এতে আমাদের হতাশা বৃদ্ধি পাচ্ছে। অনেকে মানসিক সমস্যায় ভুগছেন। ফলে অবিলম্বে আমরা সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি জানাচ্ছি।’
সংগঠনের সিনিয়র সদস্য জাবেদুল ইসলাম মনির সঞ্চালনায় ও সভাপতি কে এ এম সাকিবের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন আইন বিভাগের অধ্যাপক প্রফেসর ড. আবদুল আলিম, আরবি বিভাগের আলম মাসুদ, ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আসিফ, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মতিউর রহমান, সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জেবা মাকসুরা প্রমুখ।
এছাড়া বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।