স্কলাসটিকার দুদিনের শিক্ষাসমাপনী সম্পন্ন
স্কলাসটিকার ‘এ’ লেভেলের দুই দিনব্যাপী শিক্ষা সমাপনী রোববার সন্ধ্যায় শেষ হয়েছে। স্কুলের এসটিএম মিলনায়তনে আয়োজিত এ সমাপনী অনুষ্ঠানে এ বছর মোট ২৭৫ জন শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়।
উত্তরা সিনিয়র শাখার সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফুটস্টেপের সহ-প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট শাহ রাফায়েত চৌধুরী। এছাড়াও বক্তৃতা করেন শাখা প্রধান ও প্রিন্সিপাল ফারাহ সোফিয়া আহমেদ।
অনুষ্ঠানে মোট ১৬২ জন শিক্ষার্থীর হাতে সনদপত্র তুলে দেয়া হয়। তাদের মধ্য থেকে ১২ জন ‘হাইয়েস্ট ইন সাবজেক্ট’, ৩৪ জন ‘হাই অনার’ এবং ৩৩ জন ‘অনার’ সনদ পেয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার স্কলাসটিকার মিরপুর সিনিয়র শাখার ‘এ’ লেভেলের সমাপনী অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন লিবারেল আর্টস ইউনিভার্সিটির( ইউল্যাব) ভাইস-চ্যান্সেলার অধ্যাপক ইমরান রহমান, বিশেষ অতিথি ছিলেন এভারকেয়ার হাসপাতালের এন্ডোক্রিনোলজি বিভাগের চিকিৎসক হোসেইন মোহম্মদ রেজওয়ানুল করিম। এছাড়া বক্তব্য রাখেন মিরপুর সিনিয়ার সেকশনের প্রধান নুরুন নাহার মজুমদার এবং হেড অফ অ্যাকাডেমিক অ্যাফেয়ার্স সাবিনা মুস্তফা।
অনুষ্ঠানে মোট ১১৩ জন শিক্ষার্থীর হাতে সনদপত্র তুলে দেয়া হয়। তাদের মধ্য থেকে ৪১ জন ‘হাই অনার’ এবং ২৯ জন ‘অনার’ সনদ পেয়েছেন।
সনদ বিতরণের ফাঁকে ফাঁকে স্কুলে শিক্ষার্থীরা নাচ-গান ও আবৃত্তিসহযোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। বিপুল সংখ্যক অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা অনুষ্ঠান উপভোগ করেন।