শিক্ষা কার্যক্রম অচলের হুমকি জাবি শিক্ষকদের
প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতন কাঠামোয় শিক্ষকদের জন্য অনাকাঙ্ক্ষিত ও অসম্মানজনক সুপারিশ করা হয়েছে দাবি করে তা প্রত্যাখ্যান করে পুনর্নির্ধারণের দাবি জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। অন্যথায় সারা দেশের শিক্ষা কার্যক্রম অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা।
আজ বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ফটকে (ডেইরি গেট) আয়োজিত মানবন্ধনে এ দাবি জানান শিক্ষক নেতারা।
মানববন্ধনে অংশ শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শরীফ উদ্দিন বলেন, ‘শিক্ষকরা সব সময়ই নিগৃহীত। অন্যদিকে আমলারা সবক্ষেত্রে নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত। শিক্ষকদের শুধু বেতন কাঠামো নয়, পদমর্যাদাও উন্নত করতে হবে। অন্যথায় সারা দেশের শিক্ষা কার্যক্রম অচল করে দিয়ে দাবি আদায় করা হবে। ’
বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক এ টি এম আতিকুর রহমান বলেন, শিক্ষকরা আজ কী অবস্থায় রাস্তায় নেমে এসেছেন তা সহজেই অনুমেয়। কিছু আমলা শিক্ষকদের মান-মর্যাদা নিয়ে ষড়যন্ত্র করছেন। এ চক্রান্তকারীরা সরকারকে সব সময় বিপদে ফেলতে চায়।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক খবির উদ্দীন বলেন, ‘সরকারকে উদ্দেশ করে বলতে চাই কোনো অবস্থাতেই যেন শিক্ষকদের খেলনায় পরিণত করা না হয়। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। ’
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মাফরুহী সাত্তারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সহযোগী অধ্যাপক জামাল উদ্দীন, অধ্যাপক হানিফ আলী, অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ প্রমুখ।
শিক্ষকদের এ আন্দোলনে সংহতি জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলাম।
এ কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপ-উপাচার্য ফরহাদ হোসেন, শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার, অধ্যাপক রাশেদা আখতার।