রাবিতে ছুটি শেষে খুলেছে হল, সোমবার ক্লাস শুরু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গ্রীষ্মকালীন অবকাশ শেষে আজ শনিবার শিক্ষার্থীদের জন্য আবাসিক হল খুলে দেওয়া হয়েছে। শুরু হয়েছে প্রশাসনিক কার্যক্রমও। আগামী সোমবার (১ জুন) থেকে চালু হবে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও পরীক্ষা।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা সাদেকুল আরেফিন মাতিন এনটিভি অনলাইনকে বলেন, ‘গত ৭ মে থেকে শুরু হয় বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন অবকাশ। অবকাশে গত ২১ থেকে ২৯ মে পর্যন্ত বন্ধ রাখা হয় বিশ্ববিদ্যালয়ের ১৬টি আবাসিক হল। শনিবার সকাল ৯টায় তা আবারও খুলে দেওয়া হয়েছে।’
ক্লাস-পরীক্ষা পুনরায় চালু হবে আগামী ১ জুন থেকে। শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চালু হয়েছে বলেও জানান ছাত্র উপদেষ্টা।