নরসিংদীর এন কে এম হাই স্কুল ঢাকা বোর্ডে দশম
এসএসসি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে নরসিংদীর এন কে এম হাই স্কুল অ্যান্ড হোমস। ঢাকা বোর্ডে দশম হয়ে সবাইকে চমকে দিয়েছে বিদ্যালয়টি। এই অর্জনের সংবাদে উচ্ছ্বসিত বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা।
কঠোর শৃঙ্খলা, শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান, নিয়মিত পরীক্ষাসহ শিক্ষকরা শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে তদারকি করার কারণেই মফস্বলের এই বিদ্যালয়টি বোর্ডের মেধাতালিকায় স্থান করে নিয়েছে বলে মনে করছেন বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকরা।
এ বছর বিদ্যালয়টি থেকে ৫৪ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। চমকে দেওয়ার মতো ব্যাপার হলো উত্তীর্ণ সবাই জিপিএ ৫ পেয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৪৫ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে নয়জন পরীক্ষার্থী রয়েছে।
আজ শনিবার দুপুরে ফলাফল ঘোষণার পর একে একে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে শুরু করে। সাফল্যের সঙ্গে নিজেদের প্রতিষ্ঠান ঢাকা শিক্ষা বোর্ডের দশম স্থান অর্জনের সংবাদ তাদের আনন্দের মাত্রার পারদ বাড়িয়ে দেয়। সন্তানদের সাফল্যের এই বাঁধভাঙা উচ্ছ্বাসে আনন্দ অশ্রুতে ভিজে যায় অভিভাবকদের দুই নয়ন। তাঁদের এই আনন্দযজ্ঞে যোগ দেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদির মোল্লা ও কলেজের শিক্ষকরা।