বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের অনশন চলছে
উপাচার্যের অপসারণ ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের আমরণ অনশন কর্মসূচি দ্বিতীয় দিন গড়িয়েছে।
আজ সোমবার সকালে দেখা গেছে, তীব্র শীত উপেক্ষা করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পুলিশ ফাঁড়ির সামনে সারা রাত ধরেই আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন।
গতকাল রোববার রাত সাড়ে ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. পরিমল চন্দ্র বর্মণের নেতৃত্বে প্রায় ৫০ জন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা আমরণ অনশন শুরু করেছেন।
এর আগে ৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনাসহ চার দফা দাবিতে কিছু শিক্ষার্থী অনশন শুরু করলে মধ্যরাতে তাঁদের ওপর সন্ত্রাসী আক্রমণ চালানো হয়। এতে দুই শিক্ষকসহ ছয় শিক্ষার্থী গুরুতর আহত হন। গত নভেম্বর থেকে উপাচার্য প্রফেসর ড. এ কে এম নূর-উন নবীর অপসারণসহ বেশ কয়েক দফা দাবিতে আন্দোলন করে আসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। গত ১১ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত প্রশাসনিক ভবনের মূল গেটে তালা ঝুলিয়ে দিয়ে উপাচার্যকে তাঁর কার্যালয়ে ঢুকতে দেননি আন্দোলনকারীরা। ২৯ জানুয়ারি থেকে একাডেমিক ভবনে তালা দিয়ে ক্লাস ও পরীক্ষা বন্ধ করে সর্বাত্মক ধর্মঘট শুরু করেন আন্দোলনকারীরা। ফলে বর্তমানে বিশ্ববিদ্যালয়টি কার্যত অচল হয়ে পড়েছে।