রাবিতে প্রযুক্তিবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রযুক্তি ও প্রকৌশলবিষয়ক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। আজ শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সম্মেলনের উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন। বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদ ‘ম্যাটেরিয়ালস, ইলেকট্রনিকস অ্যান্ড ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং (এমইআইই)’ শীর্ষক এ সম্মেলনের আয়োজন করে।
উদ্বোধন অনুষ্ঠানে উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন বলেন, রাবির প্রকৌশল অনুষদ প্রথমবারের মতো এ ঘরানার আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে। বিভিন্ন প্রযুক্তি ও প্রকৌশলগত জ্ঞান বিকাশের ক্ষেত্রে এ অনুষদ তাৎপর্যপূর্ণ অবদান রেখে আসছে। এ ধরনের আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন বাড়ানো গেলে দেশের জ্ঞান-বিজ্ঞানমূলক কর্মকাণ্ডকে আরো গতিশীল করা সম্ভব হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রফিকুল আলম বেগ, রাবির উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান প্রমুখ।
সম্মেলনে বাংলাদেশ ছাড়াও অন্যান্য আটটি দেশের ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন সায়েন্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়ালস সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল এবং সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও পেশাজীবীরা অংশ নিচ্ছেন।