পুনর্নির্ধারণের দাবিতে রাবি শিক্ষকদের কর্মবিরতির ঘোষণা
প্রস্তাবিত অষ্টম বেতন স্কেল পুনর্নির্ধারণের দাবিতে সোমবার কর্মবিরতি পালন করার ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (রাবিশিস)। আজ রোববার দুপুরে রাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা এ কথা জানিয়েছেন।
অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা এনটিভি অনলাইনকে বলেন, ‘সোমবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে দুই ঘণ্টার অবস্থান ধর্মঘট ও কর্মবিরতি পালন করা হবে। তবে যেসব বিভাগে পরীক্ষা চলছে তাঁরা এর আওতামুক্ত থাকবে।’
এ সময় আনন্দ কুমার সাহা আরো জানান, শিক্ষকদের জন্য সম্মানজনক একটি বেতন কাঠামো নির্ধারণের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের আহ্বানে সোমবার এসব কর্মসূচি পালন করা হবে। একই সময়ে দেশের সব বিশ্ববিদ্যালয়েও এ কর্মসূচি পালিত হবে বলে জানান তিনি।
এর আগে গত ২ জুন একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন অন্তত তিন শতাধিক শিক্ষক।