বাসুদেবের ওপর হামলা, রাবিতে মানবমূর্তি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণশিল্পী সংস্থার সদস্য ও কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি বাসুদেব রায়ের ওপর হামলার প্রতিবাদে পঞ্চম দিনে মানবমূর্তি তৈরি ও অবস্থান কর্মসূচি পালন করেছে রাবি কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট। আজ শনিবার সকাল ১০টা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় তারা এ কর্মসূচি পালন করে।
সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক কণিকা গোপের নেতৃত্বে এ সময় সাংস্কৃতিক জোটের কর্মীরা মানবমূর্তি তৈরি করে তাঁদের প্রতিবাদের জানান দেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বিজ্ঞান ভবনের সামনে, টুকিটাকি চত্বর, সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনের সামনে, শহীদুল্লাহ কলাভবনের সামনে ও কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানবমূর্তি তৈরি ও অবস্থান কর্মসূচি পালন করেন।
মানবমূর্তিতে তাঁদের গলায় দেখা যায় বিভিন্ন প্ল্যাকার্ড। তাতে লেখা ছিল, ‘বিশ্ববিদ্যালয়’, ‘ছাত্র সন্ত্রাসী’, ‘সাংস্কৃতিক কর্মী’, ‘স্বায়ত্তশাসন’, ‘আইনশৃঙ্খলা বাহিনী’। মানবমূর্তিতে ‘বিশ্ববিদ্যালয়’কে দেখা যায় অপশক্তি দড়ি দিয়ে বেঁধে রেখেছে, ‘আইন’-এর চোখ বাঁধা, স্বায়ত্তশাসনের হাত বাঁধা এ রকম প্রভৃতি প্রতিরূপে।
এ সময় বক্তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে ছাত্রলীগকর্মী সজীব ও তাঁর সহযোগীদের ছাত্রত্ব বাতিল করা এবং তাঁদের গ্রেপ্তারের দাবি জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি দেবশ্রী মণ্ডল, সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল মজিদ অন্তর ও বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক জোটের কর্মীরা।
গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বাংলাদেশ গণশিল্পী সংস্থা রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার মহড়া কক্ষে বাসুদেবকে পিটিয়ে পা ভেঙে দেন ছাত্রলীগ নামধারী সাদ্দাম হোসেন সজীব ও তাঁর সহযোগী। আহত বাসুদেব বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী। বর্তমানে বাসুদেব রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।