রাবিতে আন্তবিশ্ববিদ্যালয় সাঁতার প্রতিযোগিতা শুরু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২৩তম বাংলাদেশ আন্তবিশ্ববিদ্যালয় সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতা-২০১৫ শুরু হয়েছে। আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে দুই দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক মুহাম্মদ এন্তাজুল হক, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নীলুফার সুলতানা, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. হাবিবুর রহমান, জীব ও ভূবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. আব্দুল লতিফ, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক মো. ছাদেকুল আরেফিন, প্রক্টর অধ্যাপক মো. তারিকুল হাসান, পরিবহন দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. সাইয়েদুজ্জামান, রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রেজাউল করিম, শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আসাবুল হক, শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক চৌধুরী মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।