শাস্তি নিশ্চিতের আশ্বাসে অনশন তুলে নিলেন রাবি সাংস্কৃতিককর্মীরা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণশিল্পী সংস্থার সদস্য ও কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি বাসুদেব রায়ের ওপর হামলাকারী ছাত্রলীগকর্মীদের বিচারের দাবিতে গণ-অনশন শুরু করেন রাবি কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের কর্মীরা। আজ সকাল সাড়ে ৯টায় উপাচার্যের বাসভবনের সামনে এ অনশন কর্মসূচি শুরু হয়।
পরে উপাচার্য এসে হামলাকারী ছাত্রলীগকর্মী সজীব ও তার সহযোগীদের বিচার নিশ্চিত করার জন্য একদিনের সময় চাইলে বেলা সাড়ে ১১টার দিকে অনশনকর্মসূচি তুলে নেয় সাংস্কৃতিকর্মীরা।
এ সময় উপাচার্য মোহাম্মদ মিজানউদ্দিন বলেন, ‘আমি কয়েকদিন জরুরি কাজে বাইরে ছিলাম। গতকাল (মঙ্গলবার) রাতে এসেছি। তোমরা (সাংস্কৃতিকর্মীরা) অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের একদিন সময় দাও।’
উপাচার্যের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে অনশন তুলে নেয় রাবি সাংস্কৃতিক জোট। জোটের সাধারণ সম্পাদক কণিকা গোপ এ বিষয়ে এনটিভি অনলাইনকে বলেন, ‘উপাচার্য মহোদয় ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য একদিনের সময় চেয়েছেন। তাই আমরা আজ (বুধবার) গণ-অনশন প্রত্যাহার করছি। তবে আমাদের দাবি আজকের মধ্যে মেনে নেওয়া না হলে আগামীকাল (বৃহস্পতিবার) থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত পুনরায় এই কঠোর কর্মসূচি চালিয়ে যাবো।’
এর আগে রাবি কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক কণিকা গোপের নেতৃত্বে অভিনয়, আবৃত্তি, গান ও বক্তব্য, অবস্থানকর্মসূচি, মৌন মিছিলসহ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করে সংগঠনটি।
গত মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম মার্কেটে বাংলাদেশ গণশিল্পী সংস্থার কার্যালয়ে বাসুদেবকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া যায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগকর্মী সজীব তাঁর সহযোগীদের বিরুদ্ধে। আহত বাসুদেব বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।