পদ না পাওয়ায় ছাত্রলীগ নেতার ওপর হামলা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুটি হলে ছাত্রলীগের কমিটি ঘোষণার পর এক কর্মী পদ না পাওয়ায় সৈয়দ আমীর আলী হলের নতুন কমিটির সভাপতির ওপর হামলা করেছেন। এতে সভাপতি নাজমুল ইসলাম সজল আহত হন।
আজ শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী ও শাহ মখদুম হলের কমিটি ঘোষণার পর জুবায়ের আহমেদ পুলক এ হামলা চালান। আহত ছাত্রলীগ নেতা নাজমুল ইসলাম সজল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ও হলের আবাসিক শিক্ষার্থীরা এনটিভি অনলাইনকে জানায়, আজ শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সৈয়দ আমীর আলী ও শাহ মখদুম হলের কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আমীর আলী হলে সভাপতি নাজমুল ইসলাম সজল, সহসভাপতি মারুফ হাসান নয়ন, সাধারণ সম্পাদক সৈকত হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে তারিকুর রহমান বাবুকে। এ ছাড়া শাহ মখদুম হলে সভাপতি আরিফ বিন জহির, সহসভাপতি রেজওয়ানুল হক হৃদয়, সাধারণ সম্পাদক কামরুজ্জামান কিরণ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আবু জাফর, সাংগঠনিক সম্পাদক (১) সৌমিক সারওয়ার সম্রাট ও সাংগঠনিক সম্পাদক (২) করা হয়েছে তন্ময়কে।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লব স্বাক্ষরিত কমিটির তালিকা হলে পৌঁছালে পদবঞ্চিতরা নতুন কমিটিকে গ্রহণ না করে উত্তেজনা সৃষ্টি করেন।
এ সময় সৈয়দ আমীর আলী হল ছাত্রলীগের নতুন সভাপতি নাজমুল ইসলাম সজল হল থেকে বের হলে তাঁর ওপর হামলা চালান সাধারণ সম্পাদক পদবঞ্চিত কর্মী জুবায়ের আহমেদ পুলক। পুলক ও তাঁর সহযোগীদের হামলায় সজলের মাথা ফেটে যায়। পরে হলের কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী সজলকে অ্যাম্বুলেন্সে করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। সেখানে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় ক্যাম্পাসে ছাত্রলীগের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ওই দুই হলের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা এনটিভি অনলাইনকে বলেন, ‘খবর পেয়ে আমি নিজে হলে গিয়ে নেতাকর্মীদের শান্ত করেছি। হামলাকারী কর্মী পুলক নিজেকে ছাত্রলীগ পরিচয় দিলেও তিনি আসলে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাই তাঁকে পদ দেওয়া হয়নি।’
এ ব্যাপারে জুবায়ের আহমেদ পুলকের বক্তব্য পাওয়া যায়নি। প্রক্টর তারিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন ধরেননি।