উপাচার্যের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করল শাবির আন্দোলনকারীরা
উপাচার্যের পদত্যাগের দাবিতে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টানা চতুর্থ দিনের মতো উপাচার্যের কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারী শিক্ষকরা। সরকার সমর্থিত ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’-এর ব্যানারে আন্দোলন চলাকালে আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপাচার্য ড. আমিনুল হক ভুঁইয়ার দুই বছরের বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগের শ্বেতপত্র প্রকাশ করা হয়।
টানা আন্দোলনের কারণে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম। তবে স্বাভাবিক রয়েছে ক্লাস ও পরীক্ষা কার্যক্রম।
গণমাধ্যমের সামনে শ্বেতপত্র তুলে ধরেন ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ শিক্ষকবৃন্দ’-এর আহ্বায়ক ড. সৈয়দ শামসুল আলম। শ্বেতপত্রে উপাচার্যের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে ইচ্ছেমতো অর্থ ব্যয় ও আত্মসাত, আত্মীয়-স্বজনদের বিভিন্ন পদে নিয়োগ, ঘুষ ও দুর্নীতির অভিযোগ আনা হয়।
একই সঙ্গে বিশ্ববিদ্যালয় পরিচালনায় অদক্ষতা, ক্যাম্পাস অরক্ষিত রেখে বিদেশ সফর ও শিক্ষকদের সঙ্গে অসদাচরণের অভিযোগও আনা হয়েছে শ্বেতপত্রে। এ সময় আন্দোলনরত শিক্ষকরা জানান, উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত তাঁদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
এ দিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে আজও অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।