ময়মনসিংহে মেডিকেল শিক্ষার্থীদের ক্লাস বর্জন-মিছিল
মেডিকেল শিক্ষাব্যবস্থায় ২০১২ সালে প্রণীত নতুন পাঠক্রম পদ্ধতি বাতিল করে আগের ‘ক্যারি অন’ পদ্ধতি পুনর্বহাল করার দাবি জানিয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এই দাবিতে আজ মঙ্গলবার ক্লাস বর্জন করে মিছিল ও মানববন্ধন করেছেন তাঁরা।
এ ছাড়া লাগাতার ক্লাস বর্জন কর্মসূচিও ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। ফলে সকাল থেকে কলেজের ক্লাসের সব গ্যালারি ছিল শিক্ষার্থীশূন্য।
নিজেদের দাবি জানিয়ে বেলা ১১টার দিকে কলেজ ক্যান্টিনের সামনে থেকে একটি মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। পরে মিছিলটি চড়পাড়া সড়ক হয়ে হাসপাতাল ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কলেজের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ ডা. মো. মতিউর রহমান এনটিভি অনলাইনকে বলেন, আগে পাঁচ বছর মেয়াদি কোর্সের পরীক্ষা হতো তিনটি। শিক্ষার্থীদের সুবিধার জন্য এখন পরীক্ষা করা হয়েছে চারটি। পাশাপাশি চারটি পরীক্ষার মধ্যেই ক্যারি অন পদ্ধতি চালু করা হয়েছে। ক্যারি অন পুনর্বহালে শিক্ষার্থীদের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান অধ্যক্ষ।
ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ আরো বলেন, মেডিকেল শিক্ষাকে যুগোপযোগী ও মানসম্মত করার জন্যই নতুন এই প্রথা চালু করা হয়েছে। এতে শিক্ষার্থীরাই বেশি উপকৃত হবে বলে দাবি করেন তিনি।
বাংলাদেশের মেডিকেল শিক্ষাব্যবস্থায় কোনো পেশাগত পরীক্ষায় অংশ নেওয়ার পরপরই পরবর্তী বর্ষে ক্লাস শুরু করার অনুমতি পাওয়ার পদ্ধতিটিই হলো ক্যারি অন। কারিকুলাম অনুযায়ী বাংলাদেশে মেডিকেল শিক্ষার্থীদের জন্য তিনটি পেশাগত পরীক্ষা রয়েছে। এত দিন পর্যন্ত একটি পেশাগত পরীক্ষায় এক বিষয়ে উত্তীর্ণ না হলেও একজন মেডিকেল শিক্ষার্থী পরের বর্ষে ক্লাস করার অনুমতি পেতেন এবং ছয় মাস পরে সাপ্লিমেন্টারি পরীক্ষার মাধ্যমে ওই বিষয়টির পরীক্ষা দিতে পারতেন। এতে নিজের শিক্ষাবর্ষ থেকে পিছিয়ে পড়তেন না তিনি। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী কেউ যদি কোনো পরীক্ষায় অকৃতকার্য হন, তাহলে তিনি নিজের শিক্ষাবর্ষ থেকে ছয় মাস পিছিয়ে যাবেন। এমনকি পরের বর্ষের ক্লাস বা ওয়ার্ডে অংশ নিতে পারবেন না।