সভাপতি রাহাত ও সাধারণ সম্পাদক সুজন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ২০১৫-১৬ সালের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দৈনিক আলোকিত বাংলাদেশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বেলাল হোসাইন রাহাত সভাপতি এবং ডেইলি সানের মওদুদ আহম্মেদ সুজন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আজ বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অবস্থিত সাংবাদিক সমিতির কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৪৭ জন ভোটারের মধ্যে ৪৬ জন ভোট প্রদান করেন। বিকেলে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. শাহেদুর রশিদ।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহসভাপতি পদে সানাউল্লাহ মাহী (দৈনিক সংবাদ), যুগ্ম সাধারণ সম্পাদক পদে নূর মোহাম্মাদ জাবেদ (দৈনিক যায়যায়দিন), কোষাধ্যক্ষ পদে সাইফ উদ্দিন আবির (দৈনিক মানবকণ্ঠ), দপ্তর ও প্রকাশনা সম্পাদক পদে রেজাউল করিম হীরা (দৈনিক ভোরের ডাক) এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে নূর আলম হিমেল (দৈনিক মানবজমিন), আবদুল্লাহ আল মামুন নিলয় (আজকের পত্রিকা) এবং হাসান দবির উদ্দিন (দেশপ্রতিদিন২৪.কম) নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সহযোগী অধ্যাপক মো. জামাল উদ্দিন ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ গোলাম রব্বানী। এ ছাড়া সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন জনসংযোগ কার্যালয়ের উপপরিচালক আবদুস সালাম মিঞা ও মোহাম্মদ মহিউদ্দিন (সুমন)।
এদিকে নির্বাচন চলাকালীন ভোটকেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য ফারজানা ইসলাম, উপ-উপাচার্য আবুল হোসেন, সমাজবিজ্ঞান অনুষদের ডিন আমির হোসেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাফরুহী সাত্তার, অধ্যাপক কামরুল আহসান, অধ্যাপক শরীফ উদ্দিন, অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফী, বিশ্ববিদ্যালয়র শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি, সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেলসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।
নর্বনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ঢাবিসাস), রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস) ও ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ইবিসাস)।