খুলনা বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন স্থগিত
অনিবার্য কারণবশত আগামী ৪ মার্চ অনুষ্ঠেয় খুলনা বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠান স্থগিত ঘোষণা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদের সহকারী একান্ত সচিব-১ ও সিনিয়র সহকারী সচিব জান্নাতুন নাঈম স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় এ তথ্য জানানো হয়।
ওই ফ্যাক্স বার্তা আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ে পৌঁছায়। বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন সংক্রান্ত স্টিয়ারিং কমিটির এক জরুরি সভা উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সমাবর্তন স্থগিত সংক্রান্ত রাষ্ট্রপতির কার্যালয়ের ওই পত্রানুযায়ী ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয় থেকে এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক আতিয়ার রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।