ডুয়েট শিক্ষক সমিতির কর্মবিরতি
প্রস্তাবিত অষ্টম জাতীয় পে-স্কেল প্রত্যাখ্যান এবং স্বতন্ত্র পে-স্কেলের দাবিতে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষক সমিতি সর্বাত্মক কর্মবিরতি, অবস্থান ধর্মঘট এবং স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালন করেছে।
রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ আহসান উল্লাহ মিলনায়তনের সামনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে আয়োজিত এ অবস্থান ধর্মঘটে সমিতির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক ড. রাজু আহমেদসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক ও শিক্ষকরা অংশ নেন।
কর্মসূচি থেকে জানানো হয়, আগামী ৩১ আগস্ট সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফেডারেশনভূক্ত সকল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি পালন করা হবে।
শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে এর আগেও বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে গত ২৮ মে মানববন্ধন, ১৮ জুন দু’ঘন্টার কর্মবিরতি, ২৮ জুন মানববন্ধন, ১৬ আগস্ট তিন ঘণ্টার কর্মবিরতি পালন করা হয়। এরই ধারবাহিকতায় রোববার কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করা হয়।