ভাষা শিখুন
কিছু ফরাসি বিশেষণ
কী সুন্দর! ভালো লাগছে। কিংবা মন খারাপ…
নিত্যদিনই আমাদের কথার মধ্যে আমরা ব্যবহার করে থাকি অনেক ধরনের বিশেষণ (Adjective)। কোনো কিছুর বর্ণনা কিংবা মনের অবস্থা প্রকাশের বেলায় বিশেষণ ছাড়া উপায় নেই। তাই প্রতিটি ভাষার ক্ষেত্রেই বিশেষণ অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ। বাংলা ভাষার মতো ফরাসি ভাষায়ও রয়েছে শ্রুতিমধুর অনেক বিশেষণ, যা আপনার জানা থাকলে আপনি ফরাসিতে হয়ে যাবেন আরো পটু।
বিশেষণ / Les adjectifs (লে-জা-দযেকতিফ )
(m= Masculine gender, f= Feminine gender)
- Good - Bon (বঁ)
- Bad - Mauvais (মোভে, m), Mauvaise (মোভেইজ্, f)
- Better - Meilleur (মেইও, m), Meilleure (মেইওঘ, f)
- Worse - Pire (পিঘ)
- Pretty - Joli (যোলি, m), Jolie (যোলি, f)
- Nice - Gentil (যন্তি, m), Gentille (যন্তিল, f)
- Nice - Sympa (সাম্পা)
- Delighted - Ravi (ঘাভি)
- Calm - Tranquille (থনকিল)
- Happy - Heureux (ওহো, m) ; Heureuse (ওহোজ্, f)
- Sad - Triste (থিস্ত)
- Worried - Inquiet (এংকিয়েত)
- Funny - Drôle (ধোল)
- Handsome -Beau (বোঁ)
- Beautiful - Belle (বেল)
- Ugly - Moche (মোশ)
- Strong - Fort (ফখ্,m), Forte (ফখ্ত, f)
- Weird - Bizzare (বিজাঘ্)
- Angry – Fâché (ফাশে)
- Tired - Fatigué (ফাতিগে)
- Brave - Courageux (কুহাজো)
- Fat - Gros (ঘো)
- Uncomplicated - Simple (সাম্পল্)
- Same - Pareil (পাহেই)
- Different - Différent (দিফেহোঁ)
- Empty - Vide (ভিদ)
- Easy - Facile (ফাসিল)
- Difficult - Difficile (দিফিসিল)
- High - Haut (ওঁ)
- Low - Bas (বা)
- Rich - Riche (হিশ)
- Poor - Pauvre (পোভ্ঘ)
- Old - Vieux (ভিওঁ)
- Young - Jeune (জন)
- Free/Available - Libre (লিবঘ্)
- New - Nouveaux (নুভো, m), Nouvelle (নুভেল, f)
সাধারণত ফরাসি বিশেষণগুলো বিশেষ্যের (Noun) পরে বসে। বিশেষ্যের লিঙ্গ (Gender) ও বচনের (Number) সঙ্গে সাযুজ্য রেখে পরিবর্তিত হয়।
যেমন : une femme forte (উন ফাম ফখ্ত) মানে a strong woman।
এসো নিজে করি
আমি অনেক খুশি— ফরাসি ভাষায় কী হতে পারে, তা আপনি বলুন।