স্কলাসটিকা স্কুল পরিদর্শনে নেপালের রাষ্ট্রদূত
স্কলাসটিকা স্কুলের মিরপুর শাখা পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত হরি কুমার শ্রেষ্ঠা। গতকাল সোমবার তিনি স্কলাসটিকার মিরপুর শাখা ঘুরে দেখেন এবং শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দেন।
স্কলাসটিকার স্কুলের মিরপুর শাখা ক্যাম্পাসে পৌঁছালে নেপালের রাষ্ট্রদূতকে স্বাগত জানান শাখার প্রধান ও সিনিয়র ভাইস প্রিন্সিপাল ফারাহ সোফিয়া আহমেদ। পরে রাষ্ট্রদূত স্কুল প্রাঙ্গণের এসটিএম মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় যোগ নেন। সভায় স্কুলের অনেক শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা অংশ নেন। সভার শুরুতে নেপালের সাম্প্রতিক ভূমিকম্পের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
ভূমিকম্পের পর সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য স্কলাসটিকাকে ধন্যবাদ জানিয়ে নেপালের রাষ্ট্রদূত বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলো প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকা। তাই দুর্যোগ মোকাবিলায় আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।