ত্রিমাত্রিক মুদ্রণ প্রযুক্তি অমিত সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে : উপাচার্য
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেছেন, ত্রিমাত্রিক মুদ্রণ প্রযুক্তি শুধু তাৎক্ষণিক চাহিদা মেটাতে কোনো প্রযুক্তি নয়। এই প্রযুক্তি ভবিষ্যতের চাহিদা মেটাতেও এক অমিত সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।
মঙ্গলবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রকৌশল অনুষদের সহযোগিতায় ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী ত্রিমাত্রিক মুদ্রণ প্রযুক্তিবিষয়ক এক আন্তর্জাতিক কর্মশালায় উপাচার্য এ কথা বলেন।
দুই দিনব্যাপী এ কর্মশালা সিনেট ভবনে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন।
এ সময় অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, ত্রিমাত্রিক মুদ্রণ প্রযুক্তি এরই মধ্যে অধিকতর গবেষণার মাধ্যমে বিভিন্ন যন্ত্রাংশসহ অন্যান্য চাহিদাও মেটানো হচ্ছে। তাই এ প্রযুক্তি করায়ত্ত করার মাধ্যমে বাংলাদেশও নতুন নতুন উদ্ভাবনের ক্ষেত্রে এগিয়ে যেতে পারে। সে লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট সবাইকে কাজ করে যাওয়ার আহ্বানও জানান।
কর্মশালা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক মো. রফিকুল আলম বেগ। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাপানের ইয়ামাগাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ত্রিমাত্রিক মুদ্রণ প্রযুক্তি বিশেষজ্ঞ ড. হিদেমিৎসু ফুরুকাওয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কর্মশালার আহ্বায়ক ড. মো. হাসানাত কবীর।