এবার মাঠে উপাচার্যের পক্ষের শিক্ষকরা
সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়াকে অপসারণের নামে বিশ্ববিদ্যালয়কে ‘অস্থিতিশীল’ করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষকদের একাংশ। ‘শাবিপ্রবি শিক্ষকবৃন্দ’ ব্যানারে আজ সোমবার মানববন্ধন ও সমাবেশ থেকে এ অভিযোগ করেন উপাচার্যপন্থী শিক্ষকরা। এই প্রথম শিক্ষকদের একাংশ উপাচার্যের পক্ষে কর্মসূচি পালন করলেন।
urgentPhoto
দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লাইব্রেরি ভবনের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি ড. কবির হোসেন, সরকারসমর্থক শিক্ষকদের একাংশের সংগঠন ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’ সংগঠনের শিক্ষকরা এতে অংশ নেন।
পরে উপাচার্যসমর্থক শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের ‘সি’ বিল্ডিংয়ে সংবাদ সম্মেলন করেন। সেখানে তাঁরা উপাচার্যের পক্ষে রয়েছেন বলে ঘোষণা দেন।
এদিকে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার মজুমদারের ‘রহস্যজনক’ মৃত্যুতে শোকর্যালি করেছেন উপাচার্যবিরোধী আন্দোলনকারী শিক্ষকরা।
দুপুরে টিচার্স ক্যান্টিন থেকে বের হওয়া এ শোকর্যালিতে নেতৃত্ব দেন অধ্যাপক ড. জাফর ইকবাল। পরে লাইব্রেরি ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’র আহ্বায়ক সৈয়দ সামসুল আলম, অধ্যাপক ড. ইয়াসমিন হকসহ শিক্ষকদের একাংশ।
গতকাল আন্দোলনকারী শিক্ষকরা উপাচার্যবিরোধী আন্দোলন একদিনের জন্য স্থগিত করে শোকর্যালির ঘোষণা দেন।
এদিকে আজ নতুন কর্মসূচির ঘোষণা করার কথা রয়েছে।