এইচএসসি পরীক্ষা : বরিশাল এগিয়ে, পিছিয়ে দিনাজপুর
চলতি বছর এইচএসসি পরীক্ষায় সাধারণ শিক্ষাবোর্ডের মধ্যে সবচেয়ে ভালো ফল করেছে বরিশাল শিক্ষাবোর্ড। বরিশালে এবার পাসের হার ৭০ দশমিক ৫৫ শতাংশ। ওই বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ৬৭০ জন।
আটটি সাধারণ শিক্ষাবোর্ডের মধ্যে সবচেয়ে নিচের দিকে আছে দিনাজপুর ও যশোর শিক্ষাবোর্ড।
আজ বৃহস্পতিবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষা বোর্ডের প্রধানদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল হস্তান্তর করেন। পরে শিক্ষামন্ত্রী ফল প্রকাশ করেন।
সারাদেশে পাসের গড় হার ৬৬ দশমিক ৬৪ শতাংশ।
ঢাকা বোর্ডে এবার পাসের হার ৬৬ দশমিক ১৩ শতাংশ। এ বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ১২ হাজার ৯৩৮ জন। রাজশাহী বোর্ডে পাসের হার ৬৬ দশমিক ৫১ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে চার হাজার ১৩৮ হাজার জন শিক্ষার্থী। কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৯৪৪ জন। যশোর বোর্ডে পাসের হার ৬০ দশমিক ৪০ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে দুই হাজার ৮৯ জন। চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৬২ দশমিক ৭৩ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে এক হাজার ৬১৩ জন।
সিলেট বোর্ডে পাসের হার ৬২ দশমিক ১১ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৮৭৩ জন। দিনাজপুর বোর্ডে পাসের হার ৬০ দশমিক ২১ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে দুই হাজার ২৯৭ জন।