রাবির প্রকৌশল অনুষদে সান্ধ্যকোর্স বাতিলের দাবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রকৌশল অনুষদের সান্ধ্যকোর্স বাতিলের দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট। আজ বৃহস্পতিবার দুপুরে এ স্মারকলিপি প্রদান করা হয়।
প্রগতিশীল ছাত্রজোটের স্মারকলিপিতে বলা হয়, প্রকৌশল অনুষদে সান্ধ্যকোর্স চালুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে বেসরকারীকরণ ও শিক্ষার্থীদের মধ্যে বিভাজন সৃষ্টি করা হচ্ছে। এই সান্ধ্যকোর্স বাতিলের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছে। তাই আমরা অবিলম্বে সান্ধ্যকোর্স বন্ধের দাবি জানাচ্ছি।
বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মোহাম্মদ নাসের বলেন, আমি শুরু থেকেই সান্ধ্যকোর্সের বিরোধিতা করে আসছি। তবে সমস্যা হলো অধিকাংশ শিক্ষকই এর পক্ষে। তবে দেশের প্রতি পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে দায়িত্ব, তা এই সান্ধ্যকোর্সের কারণে দিন দিন অবহেলার দিকে ধাবিত হচ্ছে। শিক্ষকরা নিয়মিত শিক্ষার্থীদের সুষ্ঠু পাঠ না দিয়ে টাকার বিনিময়ে অন্যদের শিক্ষা দিচ্ছেন। ছাত্রদের অধিকার আদায়ের আন্দোলন বন্ধ হয়ে যাওয়ার কারণেই বিশ্ববিদ্যালয় প্রশাসন বার বার এমন সিদ্ধান্ত নেওয়ার সাহস পাচ্ছে।
এ স্মারকলিপিতে স্বাক্ষর করেন রাবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সহসভাপতি তাশনুভা তাহরীন, ছাত্র ইউনিয়নের সভাপতি আয়াতুল্লাহ খোমেনী, ছাত্র ফেডারেশনের অর্থ সম্পাদক তমশ্রী দাস ও বিপ্লবী ছাত্র মৈত্রীর দিলীপ রায়।