পানি নিষ্কাশন ব্যবস্থা অকেজো, জলাবদ্ধতায় ক্যাম্পাস
টানা বৃষ্টিতে পানি জমেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে। তবে নিষ্কাশন ব্যবস্থা দুর্বল হওয়ায় ক্যাম্পাসে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ শিক্ষার্থীসহ পথচারীরা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার থেকে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ বিষয়ে কথা হয় রাজশাহী আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক শহীদুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘রাজশাহীতে গতকাল প্রায় দুই ঘণ্টায় ৮৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।’
সরেজমিনে দেখা যায়, বৃষ্টিতে পুরো ক্যাম্পাসে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কোনো ড্রেন দিয়ে পানি যাচ্ছে না। অথচ আজ শুক্রবার দুপুর পর্যন্ত এই জলাবদ্ধতা নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো তৎপরতা চোখে পড়েনি।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. মো. ছাদেকুল আরেফিন মাতিন বলেন, ‘জলাবদ্ধতার বিষয়টি আমিও দেখেছি। কিছু ড্রেন দিয়ে পানি যেতে না পারায় এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে। কিন্তু আজ শুক্রবার হওয়ায় কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।’
জলাবদ্ধতার বিষয়ে জানতে চাইলে প্রক্টর অধ্যাপক মো. তারিকুল হাসান বলেন, ‘বৃষ্টি হলে তো জলাবদ্ধতার সৃষ্টি হবেই। আর এই জলাবদ্ধতা যেন দীর্ঘস্থায়ী না হয়, সে জন্য মাস্টার ড্রেনের পরিকল্পনা করা হয়েছে। রাজশাহী সিটি করপোরেশনের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ড্রেন সংযোগের মাধ্যমে এ কাজ সম্পন্ন করা হবে। এ পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হলেই আর জলাবদ্ধতার সৃষ্টি হবে না। তবে মাস্টার ড্রেন পরিকল্পনা বাস্তবায়নের কাজ কত দূর এগিয়েছে, তা আমি জানি না।’