রুয়েটে প্রোগ্রামিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শাবিপ্রবি
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) অনুষ্ঠিত জাতীয় কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতায় শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দল চ্যাম্পিয়ন হয়েছে। রানার্সআপ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দল।
আজ শনিবার দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ আয়োজিত এ প্রতিযোগিতায় ৫০টি বিশ্ববিদ্যালয়ের ৮৯টি দল অংশ নেয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সহযোগিতায় জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
রুয়েট অডিটোরিয়ামে সন্ধ্যায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলেন দেন রুয়েট উপাচার্য অধ্যাপক রফিকুল আলম বেগ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের যুগ্ম সচিব আবদুল মান্নান এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক (ট্রেনিং) প্রকৌশলী এনামুল কবীর। অনুষ্ঠান পরিচালনা করেন রুয়েটের কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের ইনচার্জ অধ্যাপক ড. শহীদ উজ্জামান।
এর আগে সকালে রুয়েট অডিটোরিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রুয়েট উপাচার্য অধ্যাপক রফিকুল আলম বেগ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক্যাল অনুষদের ডিন অধ্যাপক ড. এম কায়কোবাদ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক আশরাফুল আলম এবং রুয়েটের ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক্যাল অনুষদের ডিন অধ্যাপক রফিকুল ইসলাম শেখ।