মাদ্রাসায় পরীক্ষার্থী কমেছে, বেড়েছে পাসের হার
গত বছরের তুলনায় চলতি বছর আলিম পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা কমেছে। তবে বেড়েছে পাসের হার। বেড়েছে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও।
আজ বুধবার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
চলতি বছর আলিম পরীক্ষায় পাসের হার ৮৮ দশমিক ৫৬ শতাংশ। গত বছর তা ছিল ৭৮ দশমিক ৬৭ শতাংশ।
তবে গত বছরের তুলনায় এ বছর অংশগ্রহণকারীদের সংখ্যা কমেছে। গত বছর ৯৭ হাজার ৭৯৩ জন আলিম পরীক্ষায় অংশ নেন। এ বছর অংশ নিয়েছেন ৮৬ হাজার ১৩৮ জন।
এ বছর জিপিএ ৫ পেয়েছেন দুই হাজার ২৪৩ জন। আর গত বছর এ সংখ্যা ছিল এক হাজার ২৪৪ জন।
মাদ্রাসা বোর্ডে এবার শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে। গত বছর শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২৮৮টি। এবার এসব প্রতিষ্ঠানের সংখ্যা ৬১৫টি।